ধামইরহাটে ১০টি জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে ১০টি জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ পুকুরে মাছ অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী।

এ সময় বেলঘরিয়া দাখিল মাদরাসা পুকুর ও বেলঘরিয়া মসজিদ, বৈদ্যবাটি ও মানপুর আবাসন কেন্দ্র, শ্যামপুর মসজিদ ও ধাপের পুকুর, শিমুলতলী ও তালান্দার সীমান্ত ফাঁড়ি ও ঘুকসি বিলসহ ১০টি জলাশয়ে ৩৪৫ কেজি রুই-কাজলা জাতের দেশীয় মাছ অবমুক্ত করা হয়।

পোনামাছ অবমুক্তকালে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ, সমাজসেবা কর্মকর্তা, সোহেল রানা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবার রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র সরকার, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!