ধামইরহাটে ৩ হাজার কৃষাণীর মাঝে শাক-সবজী বীজ বিতরণ

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।

নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি বিভাগের বিশেষ উদ্যোগে ৩ হাজার শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। ১৮ মে বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ৩ হাজার কৃষাণীর মাঝে লালশাক, পুঁইশাক, ডাঁটা শাক, লাউ, ঢেঁড়শ, ঝিংগা বীজ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা, কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামানসহ উপ সহকারী কৃষি অফিসারবৃন্দ, উপজেলার বিভিন্ন এলাকার কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা জানান, অনাবাদি ও বাড়ির আশপাশে পরিত্যাক্ত জায়গায় এইসব শাক-সবজি চাষাবাদের মাধ্যমে পুষ্টির ঘাটতি পূরণ ও জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি হবে।

Similar Posts

error: Content is protected !!