ভালবাসার ক্ষত

ভালবাসার ক্ষত

কামরুন নাহার

 

অসময়ের ফাল্গুনী হাওয়ায় ভেসে আসা সুখ,
আর চিরদিনের বেদনার ফুল তুমি।
আমি ভালবেসে কুড়িয়ে নিয়েছি,
সযত্নে হৃদয়ের কোণে সতেজ করে রেখেছি।
সারাক্ষণ তুমি আমার চারিপাশে,
স্বপ্নে; আরও বেশি কাছে।
তোমার এই আসা যাওয়াতেই আমি
জীবনের প্রকৃত সুখ খুঁজে পেয়েছি,
এই ভালবাসাতেই জীবন কাটাবো।

তুমি এমন করেই বসেছ মনের আসনে,
যেন সীমাহীন সুখের ছোঁয়া,
যেন জীবনের বড় পাওয়া,
যেন চিরসুখ, ফুরাবে না মরনেও।
রাতের আকাশে অজস্র তারার মাঝে
উজ্জ্বল পূর্ণিমার চাঁদ যখন দেখি,
জীবনের সব সম্পর্কের মাঝে
তেমনি একক অনন্য তুমি।
এমনি অনুভূতিতে মন ভরাবো।

তোমার চোখের সেই মোহনীয় চাহনি,
ঠোঁটের কোণে মৃদু লাজুক হাসি,
কাছে টানার সেই আকুতি,
দূরে যাবার পরিকল্পিত অভিনয়
সব সবই আমার অর্জন।
আমার ভালবাসার অনুভূতির কাছে
তোমার সব কিছু হার মেনেছে।
তাই চিরন্তন এই ভালবাসার ক্ষত
আমি স্মরণীয় করে রাখবো।

Similar Posts

error: Content is protected !!