সবসময় আর ডুবে থাকবে না হাওর এলাকা

সংবাদদাতা ।।
হাওরবাসীর উদ্দেশে পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, আপনাদের যেন সবসময় পানিতে ডুবন্ত অবস্থায় না থাকতে হয় সেই চেষ্টা করা হচ্ছে।

রোববার (০৩ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের কলাম ইউনিয়নের মোহনতলা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, হাওরে পাকা রাস্তা হয়েছে। রাষ্ট্রপতি হাওর এলাকার উন্নয়নে কাজ করছেন। তার উদ্যোগে হাওর এলাকায় রাস্তা হয়েছে।

তিনি বলেন, কালনী-কুশিয়ারা নদী খননের জন্য যেসব জমি অধিগ্রহণ করা হয়েছে, আমি কথা দিচ্ছি আগামী ১৫ দিনের মধ্যে আপনারা সমস্ত পাওনা টাকা পেয়ে যাবেন।

কালনী-কুশিয়ারা নদীর লুপকাট প্রসঙ্গে তিনি বলেন, আমি নির্দেশ দিয়েছি এপ্রিল মাসের মধ্যে লুপকাট করা হবে।

কলাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবীন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীরপ্রতীক, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান, জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস প্রমুখ।
austogram-3-4-16
এর আগে দুপুরে মন্ত্রী কালনী-কুশিয়ারা নদীর খনন কাজ পরিদর্শন করেন।

Similar Posts

error: Content is protected !!