কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

সংবাদদাতা।।
এসএসসি ও এইচএসসি প্রস্তুতি পরীক্ষায় অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে মিয়াচান্দ কারার-মীর হোসেন কারার-আছির উদ্দিন কারার শিক্ষা ফাউন্ডেশন নামের একটি সংগঠন। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নিকলী গোরাচাঁদ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার একটি কলেজ, ১টি দাখিল মাদ্রাসা ও ৬টি উচ্চ বিদ্যালয়ের মোট ১০২ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে এককালীন নগদ অর্থ বৃত্তি প্রদান করা হয়। নিকলী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছাত্র কারার এএসএম গিয়াস উদ্দিন প্রধান অতিথি, গুরুদয়াল সরকারী কলেজের সাবেক প্রিন্সিপাল এবং ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিশোরগঞ্জ-এর আইন, কলা ও সমাজ কল্যাণ অনুষদের ডীন প্রফেসর মো. আরজ আলী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সংগঠনটির সভাপতি মো. আবদুল জব্বারের সভাপতিত্বে ও মাশুকুর রহমান ঝুটনের সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব কারার মাহমুদুল হাসান, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, সংগঠনটির সদস্য সচিব অধ্য কারার মাহমুদা পারভীন, ইতিহাসবিদ ও গবেষক প্রিন্স রফিক খান, নিকলী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আ. রশিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়া প্রমুখ।

ছবি সংগ্রহ : কারার দিদারুল মনির তোফায়েল

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!