কবি আল মাহমুদের শারীরিক অবস্থা গুরুতর

আমাদের নিকলী ডেস্ক ।।

বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম সেরা কবি আল মাহমুদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে তার পরিবার।

আল মাহমুদের পরিবারের পক্ষ থেকে কবির ছোট ছেলে মীর আনিস তার বাবার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গত শনিবার রাতে গুরুতর অসুস্থ কবিকে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তির পর তাকে আইসিইউতে নেয়া হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছিলেন, আল মাহমুদ নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। হাসপাতালে ভর্তির পর কবিকে প্রথমে সিসিইউতে ও পরে আইসিইউতে নেয়া হয়। সেখানে তিনি অধ্যাপক ডা. মো. আবদুল হাইয়ের তত্ত্বাবধানে আছেন।

সূত্র : কালের কণ্ঠ

Similar Posts

error: Content is protected !!