সংবাদদাতা ।।
নিকলী জিসি পাইলট মডেল স্কুলে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ২০১৬ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। সোমবার ২৫ জানুয়ারি সকাল ১১টায় বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক কারার আবদুর রশিদের সভাপতিত্বে বিদায়ী শিক্ষার্থী ও ছাত্রছাত্রীদের উদ্দ্যেশ্যে আলোচনা করেন প্রধান অতিথি ম্যানেজিং কমিটির সভাপতি কারার গিয়াস উদ্দিন আহমদ, বিশেষ অতিথি ম্যানেজিং কমিটির সদস্য হাজী নুরুল আমিন, সহকারী শিক্ষক অজিত কুমার দাস, আবদুল্লাহ আল মহসিন, বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে আলোচনা করেন নাফিজ ফুয়াদ অয়ন, অর্নব আদিত্য রাহী, নীরব, গিয়াস উদ্দীন প্রমুখ। আলোচনা অনুষ্ঠানশেষে অতিথি ও শিক্ষক মহোদয়গণ বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান। এ সময় শিক্ষার্থীদের হাতে পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র তুলে দেয়া হয়।
এসএসসি ২০১৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
