মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বৃহস্পতিবার বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদে ২৪১ জন উপকার ভোগীদের মাঝে মাসিক ভিজিডি কার্ডের চালউল বিতরণ করেন গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ।
৬নং ওয়ার্ড ইউপি সদস্য এমদাদুল হক দুলালের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজিমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা পারুল বেগম, ১নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ আলী রেজা তোতন, হবিবর রহমান, রফিকুল ইসলাম সাজু, নজমল হোসেন মজো, সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ হাজেরা বেগম, রুমি বেগম, তহমিনা বেগম, ইউপি সচিব আজমল হোসেন দুলাল, উদ্যোক্তা মিসফাকুর রহমান উজ্জল, অফিস সহকারী সাইফুল ইসলাম প্রমুখ।
ভিজিডির চাল বিতরণকালে ইউপি চেয়ারম্যান বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার দারিদ্র্য ও ক্ষুধা দূর করার লক্ষ্যে গরীব ও দুঃস্থ্য পরিবারের সদস্যদের মাসিক কার্ডের মাধ্যমে ভিজিডি চালের ব্যবস্থা করেছেন। দলমত নির্বিশেষে এ সরকার দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেজন্য সরকারের গুনগান গাইতে হবে এবং সরকারি সকল কাজে সহযোগিতা করতে হবে। ছেলেমেয়েদের খোঁজখবর রাখতে হবে, আর আপনাদের ছেলেমেয়েদের বাল্যবিবাহ দেয়া যাবে না।
তিনি আরো বলেন, ভিজিডির চাল যারা বিক্রি করবে তাদের কার্ড বাতিল করা হবে।