ফাইনাল ম্যাচ পণ্ড হলে চ্যাম্পিয়ন!

বিকেল গড়িয়ে সন্ধ্যার পর যখন আর দর্শকদের তর সয় না তখনি আকাশ ছেয়ে গেলে কাল মেঘে। দর্শক, খেলোয়াড় সবার মনে শঙ্কা। আর সেই শঙ্কাই শেষ পর্যন্ত পরিণত হল কালবৈশাখীতে। এভাবেই কালবৈশাখীর ছোবলে এশিয়া কাপের ফাইনাল যেন পণ্ড হতে যাচ্ছে। ভারতের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। বুকে আশা নিয়ে সকাল থেকে মাঠে জড়ো হচ্ছিল দর্শক। টেলিভিশনের সামনে কোটি দর্শক ছাড়াও বাংলাদেশ ছাপিয়ে ভারতের কোটি দর্শক এমনকি ক্রিকেট দুনিয়ার সবাই এই ফাইনালটির জন্যে যখন অপেক্ষা করছিল তখন এল কালবৈশাখী। আর সময় পেল না কালবৈশাখী! প্রকৃতি বিরূপ হলে আর কিইবা করার আছে। তাই ম্যাচ শুরু হওয়ার আগেই কালবৈশাখীর ছোবলে ভেস্তে যেতে বসেছে এশিয়া কাপ ফাইনাল।
মিরপুর এলাকায় বৈশাখীর ঝড়ে বিলবোর্ড পরে দুজন আহতের ঘটনা ঘটেছে।
দুপুরের পর থেকে মিরপুরের আকাশে মেঘ দেখা গেলেও তা ধীরে ধীরে কেটে যায়। তবে বিকেল পৌঁনে ৬টার দিকে মিরপুর এলাকায় ভারী বৃষ্টি নামে। পিচ ইতোমধ্যে কাভার দিয়ে ঢেকে দিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ।
বৃষ্টির বাধায় পণ্ড হতে পারে শিরোপা নির্ধারণী এ ম্যাচ। যদি ম্যাচটি পণ্ড হয় তবে যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে বাংলাদেশ ও ভারতকে। তবে ওভার কর্তন করে সীমিত ওভারে ম্যাচটি আয়োজনের শেষ চেষ্টা করবে কর্তৃপক্ষ।

Similar Posts

error: Content is protected !!