জীবিকার উৎস এখন খালের পানি- হচ্ছে রবিশষ্য চাষ

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।

প্রায় ২০ বছর পর পুনঃখননকৃত খালের পানিই এখন অসহায় কৃষকের জীবিকার উৎস হয়েছে। চাষাবাদ হচ্ছে রবিশষ্যসহ বিভিন্ন ফসল। বাড়তি উপকার হিসেবে যোগ হয়েছে গৃহপালিত প্রাণিসম্পদের উন্নয়ন।

নওগাঁর ধামইরহাটে টুটিকাটা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির আওতায় এলজিইডির তত্ত্বাবধানে টেকসই ক্ষুদ্রকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে চলতি অর্থবছরে ৩.১ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়। খননের পরে আশীর্বাদ হিসেবে খালে জমতে শুরু করেছে পানি। খালের ওই পানি দিয়ে কৃষক তার জমিতে পাট চাষাবাদ, ঢেড়স, করলা, শসাসহ বিভিন্ন সবজিজাতীয় রবিশষ্য চাষাবাদ করতে পারেন। জেলেরা বুনো জালে মাছ মেরে সংসারের চাহিতা মেটাতে পারছেন।

খালের পানি দ্বারা উপকৃত গাংরা গ্রামের সাইফুল ইসলাম ও জাইদুল ইসলাম জানান, তারা খালের জমানো পানি দিয়ে পাট, ঢেড়স, করলা, শসা, পুঁইশাক, লালশাক ও খিরা আবাদ করতে পেরেছেন। এতে তাদের জীবিকা নির্বাহের পথ সুগম হয়েছে। এই পানি দিয়ে তারা অনেক সময় তাদের ধান চাষও করতে পারেন। অসময়ে শুকনো মৌসুমে এই খালের পাড়ে পানি দ্বারা মাল্টা, পিয়ারা ও লেবু বাগান করতে সক্ষম হয়েছেন বলে অপর কৃষক আমিনুর রহমান জানান।

এছাড়াও খালসংলগ্ন এলাকার বাসিন্দা মোজাফফরের ছেলে নুরুজ্জামান বলেন, আমি ২২ টাকা দরে দেশি হাঁসের বাচ্চা কিনেছি। টুটিকাটা খালেই আমার হাঁসগুলোকে লালনপালন করা হচ্ছে। এগুলো আর ২ মাস পর ডিম দিতে থাকবে এবং প্রতিটি হাঁস সাড়ে ৩শ’ টাকা থেকে ৪শ’ টাকায় বিক্রি করা সম্ভব হবে।

টুটিকাটা পাবসস লিঃ-এর সভাপতি মোতারব হোসেন জানান, তাদের এই খালের দুই পাড়ে তারা সামাজিক বনায়ন করেছেন, যা প্রকৃতির যেমন ভারসাম্য যেমন রক্ষা করছে, তেমনি সদস্যদেরকেও আর্থিকভাবে উপকৃত করবে।

উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন বলেন, গ্রাম পর্যায়সহ বিভিন্ন এলাকায় যে সকল খাল খনন বা পুনঃখননযোগ্য সে সব খাল খনন করে কৃষির প্রসার বৃদ্ধি, দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব। করোনাকালে এ উপকার তাদের চরমভাবে জীবিকা উন্নয়নের জন্যে সহযোগী হয়েছে।

Similar Posts

error: Content is protected !!