খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সিংপুর বাজারের এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ জুন) সকালে নিকলী থানায় একজনকে আসামি করে ওই ছাত্রীর মা মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় একই ইউনিয়নের বাজারহাটি গ্রামের আহাম্মদ আলীর পুত্র অভিযুক্ত হক সাহেবকে (৩৫) গ্রেপ্তার করেছে নিকলী থানা পুলিশ।
মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) সকালে ছাত্রীটি সিংপুর বাজারে আসামি হক সাহেবের দোকানে চিপস্ কিনতে যায়। হক সাহেব ঐ ছাত্রীকে দোকানে রেখে কৌশলে সামনের দিক তালাবদ্ধ করে দেয়। অন্য দিক দিয়ে দোকানে ঢুকে ছাত্রীটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ছাত্রীর ডাক-চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে আসামি হক সাহেব পিছনের জানালা দিয়ে পালানোর চেষ্টা করে। এলাকাবাসি তাকে আটক করে। তালা খুলে এলাকাবাসি ছাত্রীকে উদ্ধার করে। অভিযুক্তকে বাজারের মুক্তিযোদ্ধা অফিসে তালা দিয়ে বিষয়টির নিষ্পতির চেষ্টা চালায়।
গোপন সংবাদে পুলিশ বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার ভোরে হক সাহেবকে আটক করে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাসছুল আলম সিদ্দিকী বলেন, খবর পাওয়ার পর তিনি অফিসারদের নিয়ে তাৎক্ষণিক সিংপুর ইউনিয়নের বাজারহাটি গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হক সাহেবকে গ্রেপ্তার করেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে হক সাহেবকে জেল হাজতের জন্য ও নির্যাতিতাকে কিশোরগঞ্জ আদালতে ২২ ধারার জন্য পাঠানো হয়েছে।

