আমাদের নিকলী ডেস্ক ।।
দিয়েগো ম্যারাডোনা আর বিতর্ক যেন একই সূত্রে গাঁথা। কিছুদিন চুপ থাকার পর নতুন কিছু করে ফের সংবাদের শিরোনাম হন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা। আর এবার তো একরকম অঘটনই করে ফেললেন। সাবেক প্রেমিকাকে নিয়ে নাচতে নাচতে নিজের ট্রাউজার খুলে ক্যামেরার সামনে পোজ দিলেন!
ম্যারাডোনার এমন পাগলামির ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এটি নিয়ে খবর হয়েছে। তবে ভিডিওটি ঠিক কবেকার তা কেউ বলতে পারেনি।
“ফুটবল ঈশ্বর” নিজ বাসায় ডেকে এনেছিলেন সাবেক প্রেমিকা ভেরোনিকা ওজেদাকে। যদিও কয়েক মাস আগে দু’জনের বিচ্ছেদ ঘটেছে— এমন খবর বেরিয়েছিল সংবাদমাধ্যমে। আর তার সঙ্গেই নাচের এক পর্যায়ে ক্যামেরায় নিজের পশ্চাৎদেশ তাক করে ট্রাউজার খুলে দেখান ম্যারাডোনা।
বর্তমানে আর্জেন্টাইন ক্লাব জিমনেশিয়া লা প্লাটার কোচ হিসেবে কাজ করছেন ম্যারাডোনা।
ভিডিও সূত্র : marca