আমাদের নিকলী ডেস্ক ।।
নবম আসরের প্রথম ম্যাচেই ধরাশায়ী হলো গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনের কাছে ৯ উইকেটে হেরেছে তারা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইয়ের দেয়া ১২২ রানের লক্ষ্য টপকে যায় ৯ উইকেট ও ৫.২ ওভার হাতে রেখে।
আজিঙ্কা রাহানে অপরাজিত থাকেন ৬৬ রান করে। ৪২ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ইনিংস সাজান এ ডানহাতি ব্যাটসম্যান। ফাফ ডু প্লেসির ব্যাট থেকে আসে ৩৪ রান। ২১ রান করে অপরাজিত থাকেন কেভিন পিটারসেন। পুনের একমাত্র উইকেটটি নেন হরভজন সিং।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে রোহিত শর্মার দল। ইশান্ত শর্মা ও মিশেল মার্শের পেস তোপের সামনে মাত্র ৫১ রানে প্রথম সারির ছয় ব্যাটসম্যানকে হারায় মুম্বাই। দলের আট নম্বর ব্যাটসম্যান হরভজন সিংয়ের ৩০ বলে ৪৫ রানের ইনিংস ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান তোলে মুম্বাই। টপঅর্ডার ব্যাটসম্যানদের মধ্যে আমবাতি রাইডুর ব্যাট থেকে আসে ২২ রান।
পুনের ইশান্ত শর্মা ও মিশেল মার্শ সর্বোচ্চ দু’টি করে উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন আরপি সিং, রবিচন্দন অশ্বিন, রজত ভাটিয়া ও মুরুগান অশ্বিন।