আইপিএল নবম আসরের প্রথম জয় পুনের

আমাদের নিকলী ডেস্ক ।।

নবম আসরের প্রথম ম্যাচেই ধরাশায়ী হলো গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনের কাছে ৯ উইকেটে হেরেছে তারা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইয়ের দেয়া ১২২ রানের লক্ষ্য টপকে যায় ৯ উইকেট ও ৫.২ ওভার হাতে রেখে।

আজিঙ্কা রাহানে অপরাজিত থাকেন ৬৬ রান করে। ৪২ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ইনিংস সাজান এ ডানহাতি ব্যাটসম্যান। ফাফ ডু প্লেসির ব্যাট থেকে আসে ৩৪ রান। ২১ রান করে অপরাজিত থাকেন কেভিন পিটারসেন। পুনের একমাত্র উইকেটটি নেন হরভজন সিং।
IPL-1st-match2016
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে রোহিত শর্মার দল। ইশান্ত শর্মা ও মিশেল মার্শের পেস তোপের সামনে মাত্র ৫১ রানে প্রথম সারির ছয় ব্যাটসম্যানকে হারায় মুম্বাই। দলের আট নম্বর ব্যাটসম্যান হরভজন সিংয়ের ৩০ বলে ৪৫ রানের ইনিংস ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান তোলে মুম্বাই। টপঅর্ডার ব্যাটসম্যানদের মধ্যে আমবাতি রাইডুর ব্যাট থেকে আসে ২২ রান।

পুনের ইশান্ত শর্মা ও মিশেল মার্শ সর্বোচ্চ দু’টি করে উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন আরপি সিং, রবিচন্দন অশ্বিন, রজত ভাটিয়া ও মুরুগান অশ্বিন।

Similar Posts

error: Content is protected !!