আইয়ুব বাচ্চু-মমতাজের কান্নায় বন্ধ থাকলো লাইভ অনুষ্ঠান

nikli momtaj aiyub baccu

আমাদের নিকলী ডেস্ক ।।

লাইভ অনুষ্ঠানেই নেমে আসে এই চিত্র। বন্ধ হয়ে যায় অনুষ্ঠান। ২০ মিনিট ধরে অঝোরে কাঁদলেন আইয়ুব বাচ্চু ও মমতাজ বেগম। আতঙ্কিত হয়ে যায় চ্যানেল পরিবারটি। কন্ঠই কিনা পারে। দেখা গেল রেকর্ডময় এক চিত্র। চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত হন মমতাজ ও আইয়ুব বাচ্চু।

চ্যানেলটির লাইভ অনুষ্ঠানে একটি গান নিয়ে হাজির হন এক প্রতিযোগী। গানটি ছিল‘পর মানুষে দুঃখ দিলে…দুঃখ মনে হয়না……আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায়না’

nikli momtaj aiyub baccu

এই গানটি দুই এক কলি গাওয়া হলেই ঢেকুর দিয়ে কাঁদতে শুরু করেন তারা দুইজন। অন্যরকম এক চিত্র নেমে আসে। পারে বন্ধ করে দেয়া হয় অনুষ্ঠান। ২০ মিনিট বন্ধ থাকে অনুষ্ঠান। অঝোরে কাঁদেন তারা। অনুষ্ঠান পরিচালক তাদের অবস্থা দেখে অনুষ্ঠান প্রচার বন্ধ করে বিজ্ঞাপন প্রচার করেন এ সময়।

সূত্র : ইউরোবিডিনিউজ

Similar Posts

error: Content is protected !!