লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা ।।
গতকাল বুধবার লাখাইয়ে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক সড়ক সংলগ্ন কালাউক সদরের হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির বিতরণ লাইনে ৩৩/১১ কেভি .৫ এমবি উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হবিগঞ্জ-লাখাই নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবু জাহির। এ উপলক্ষে আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের উন্নয়নের বিভিন্ন রূপকল্প উল্লেখ করে বলেন, উন্নয়নবান্ধব সরকার দেশের সার্বিক উন্নয়নে ব্যাপক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি অচিরেই উপজেলার সকল গ্রামে বিদ্যুতায়ন হবে বলে আশ্বাস প্রদান করেন। হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ছোলাইমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান। স্বাগত বক্তব্য রাখেন পবিস এলাকা পরিচালক এম এ মতিন। এদিকে একই দিন পরম্ভে হবিগঞ্জ জেলা সুবিধাবঞ্চিত নারীর জীবন দক্ষতা উন্নয়নের জন্য সচেতনতা বৃদ্ধি শীর্ষক কর্মসুচির আওতায় ৫নং করাব ওবুল্লা ইউনিয়নের কমিউনিটি গ্রুপ সভা এবং অপরাহ্নে উপজেলা সভাকক্ষে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন।
লাখাইয়ে ৩৩/১ কেভি বৈদ্যুতিক উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
