মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়া সদরের গোকুল বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘূর্ণীঝড়ে শ্রেণীকক্ষের ছাদ লণ্ডভণ্ড, খোলা আকাশের নিচে কোমলমতি শিক্ষার্থীরা পড়ালেখা করছে। দ্রত সংস্কার প্রয়োজন।
জানা গেছে, গত ১৭ মে সন্ধ্যায় আকস্মিক ঘূর্ণীঝড়ে অত্র বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ছাদ উড়ে গিয়ে লণ্ডভণ্ড হয়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়। বিদ্যালয়ে ছেলেমেয়েরা খোলা আকাশের নিচে পড়ালেখা করছে। এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি এবিএম মিলন জানান, ঘরটি দ্রুত মেরামত না করলে ছেলেমেয়েদের লেখাপড়ার চরম ক্ষতি হবে।