পূর্বশত্রুতার জেরে ৬ হাজার আম গাছ কাটলো দুর্বৃত্তরা

আজিজুল হক বিপুল, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের বাঘোপাড়া মধ্যেপাড়া গ্রামে পূর্বশত্রুতার জের ধরে খান নার্সারীর ৬ হাজার আম গাছ কেটে ফেলেছে বলে নার্সারী মালিক বদরুল আলম খানের (মুকুল) মাথায় হাত। রোববার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

নার্সারীর মালিক বদরুল আলম খান (মুকুল) জানান, প্রায় ২ বছর আগে ১২ শতক জমি লিজ নিয়ে তার ওপর একটি আম গাছের নার্সারী তৈরি করেন। পূর্ববিরোধের জের ধরে গভীর রাতে তার নার্সারীতে অনুপ্রবেশ করে প্রায় ৬ হাজার আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত নার্সারী মালিক বদরুল আলম খান মুকুল। তিনি জানান, সোমবার (১১ অক্টোবর) সকাল ১১টায় নার্সারীতে গিয়ে দেখি দুর্বৃত্তরা আমার বসতবাড়ি থেকে একটু দূরে ১২ শতক জমির ওপর তৈরি নার্সারীর গাছগুলো কেটে ফেলেছে। সেখানে ৬ হাজার পিস বারি-১১ বেনানা, গৌরমতী বারি-৪ গাছের চারা রোপন করা হয়েছিলো। বিবেকহীন মানুষ ছাড়া এ ধরনের কাজ করা সম্ভব নয়।

Similar Posts

error: Content is protected !!