নিজস্ব প্রতিনিধি ।।
এবারের এসএসসি পরীক্ষায় পাস করা এক ছাত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। জানা গেছে উপজেলার দামপাড়া ইউনিয়নের কামালপুর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে শামছুন্নাহার (১৭) বুধবার ২৫ মে ১১টার সময় নিজ ঘরের ধর্নার সাথে গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন এই প্রতিনিধিকে জানান, শামছুন্নাহার উক্ত বিদ্যালয় থেকে বাণিজ্যিক বিভাগ হতে ৩.৩৯ পেয়ে পাস করেছে। খবর পেয়ে নিকলী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠায়। মৃত্যুর কারণ জানা যায়নি। এ ব্যাপারে নিকলী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়।