নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী সোয়াইজনী নদীতে নৌ দুর্ঘটনায় নারী ও শিশুসহ ২ জন আহত হয়েছেন। আহত নারী ও শিশুর নাম জানা যায়নি।
১২ জুলাই মঙ্গলবার সন্ধ্যার সময় কারার বাড়ি ব্রিজ সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, দামপাড়া ঘাট থেকে যাত্রীবাহী একটি ট্রলার নিকলী আসার পথে সন্ধ্যার সময় কারার বাড়ি ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা বড় একটি ট্রলারের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যেতে থাকে। এ সময় ট্রলারে ৫ জন যাত্রী ছিল। এর মাঝে অন্যরা সাঁতরে উঠতে পারলেও এক নারী ও ৪ বছর বয়সী শিশুটি চিৎকার করতে থাকে।
পরে এলাকার লোকজন তাদের চিৎকার শুনে শিশু ও নারীকে উদ্ধার করেন। এতে শিশুটির পা ভেঙ্গে গেছে ও মহিলার মাথায় আঘাত পেয়েছেন।
উদ্ধার করে আহতদেরকে চিকিৎসার জন্য নিকলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী কারার ইমরান মাহাদী জানান, দুর্ঘটনা ঘটিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী আটক করেন।