মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. স্বপন মিয়া নামে এক স্কুলপড়ুয়া ছাত্র গুরুতর আহত হয়েছে।
আহত স্কুলছাত্র মো. স্বপন মিয়ার বাড়ি হিলচিয়া ইউনিয়নের আতরগাঁও গ্রামে। সে বুড়িকান্দা হাজী আব্দুল বারী নিম্ন মাধ্যমিক স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেধাবী ছাত্র।
গত ১১ জুলাই সোমবার বিকাল ৪টার দিকে স্কুল শেষে বাড়িতে ফেরার পথে ফেছন দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে স্বপন মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। হতাহতের ঘটনার পরে আহত স্বপনকে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করা হয়।
স্বপন এখনো ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালে (পিজি হাসপাতাল) ভর্তি অবস্থায় আছে।