কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কটিয়াদী শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি বুধবার উদ্বোধন করা হয়েছে।
চরঝাকালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে বিভিন্ন ধরনের ফলদ চারা বিতরণ করা হয়।
বৃক্ষ রোপন কর্মসূচিতে ইসলামী ব্যাংক কটিয়াদী শাখা ব্যাবস্থাপক এটিএম শাহরিয়ার হোসেন মিল্টনের সভাপতিত্বে ও প্রজেক্ট কর্মকর্তা মোঃ সানাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন, কটিয়াদী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন সুলতানা, এপিও আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় ইউপি মহিলা সদস্য আলেয়া খাতুন প্রমুখ।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কটিয়াদী শাখা উপজেলার ১০০টি প্রতিষ্ঠানে মোট ২৮৭৫টি বিভিন্ন জাতের ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন।