সামান্য বৃষ্টিতেই ধ্বসে গেলো নিকলী হিলিপের রাস্তা

nikli hilip project

বিশেষ প্রতিনিধি ।।

নির্মাণ কাজ শেষ হতে না হতেই কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরে নিচের মাটি ধ্বসে ঝুলন্ত অবস্থার সৃষ্টি হয়েছে একটি রাস্তার। পরিণত হয়েছে মৃত্যুকূপে।

উপজেলা সদরের গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে গ্রামবাসী ও হালকা যানবাহন। যে কোন সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। উপজেলা প্রকৌশল অফিসের (এলজিইডি) হিলিপ প্রকল্পের আওতাধীন ১৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ৩শ মিটারের মধ্যে ২শ ৭০ মিটার রাস্তায় ঈদের দিন এ ধ্বসের ঘটনা ঘটে।

nikli hilip project

এলাকাবাসী ও হিলিপ প্রকল্প সূত্রে জানা যায়, নিকলী উপজেলা সদরের নিকলী-কিশোরগঞ্জ মহাসড়কের টি এন্ড টি মোড় থেকে নয়াহাটি গ্রামের পাশ দিয়ে কুলুহাটি পর্যন্ত ২শ ৭০ মিটার একটি আরসিসি রাস্তার কাজ শুরু করে উপজেলা প্রকৌশল অফিসের (এলজিইডি) হিলিপ প্রকল্প। নিকলী পুরান বাজার ঘাটে ৩০ মিটারসহ এই রাস্তাটির নির্মাণ ব্যয় ধরা হয় ১৮ লক্ষ টাকা। রাস্তাটিতে মাটি না ফেলে বালি দিয়ে ভরাট করে হিলিপ। কোরবানীর ঈদের ৩ দিন আগে শুক্রবার ২শ ৭০ মিটার রাস্তাটির নির্মাণ কাজ শেষ হয়।

ঈদের দিন সকালে সামান্য বৃষ্টিপাতে প্রায় ২০ মিটার পরিমাণ রাস্তার নীচ থেকে বালি ধ্বসে গিয়ে ঝুলন্ত অবস্থার সৃষ্টি হয়। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে ঝুলন্ত রাস্তাটি ব্যবহার করছে পায়ে হাঁটা মানুষ ও হালকা যানবাহন। সরেজমিনে গিয়ে দেখা যায়, ওপর দিয়ে মানুষ চলাচল করছে আর রাস্তার নিচের গর্তে বাচ্চাদের একটি দল খেলছে লুকোচুরি। এলাকাবাসী জানান, প্রকল্প সংশ্লিষ্টদের একঘেয়েমী সিদ্ধান্তের কারণেই এমনটি হয়েছে।

নিকলী হিলিপ প্রকল্পের এলসিএস অর্গ মশিউর রহমান জানালেন, মাটি ভরাটের কাজ আমাদের নয়। রাস্তার পাশে ইউনিয়ন পরিষদের কাদামাটি দেয়ার কথা। তারা মাটি না দেয়ায় বালি সরে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ঈদের ছুটিতে আছি। ছুটি শেষে এসে ব্যবস্থা নেয়া হবে।

Similar Posts

error: Content is protected !!