নিকলীতে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং-এর শুভ উদ্বোধন

dutch bangla agent bank

নিজস্ব প্রতিবেদক ।।

নিকলীতে অনলাইন ব্যাংকিং ডাচ বাংলা ব্যাংক-এর এজেন্ট শাখা শুভ উদ্বোধন করা হয়েছে। মেসার্স তুলিপ এন্টারপ্রাইজের তত্ত্বাবধানে শনিবার সকাল ১০টায় ব্লু-বার্ড কিন্ডার গার্টেন প্রাঙ্গনে ফিতা কেটে ব্যাংকের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম।

dutch bangla agent bank

নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার বুরহান উদ্দিনের সভাপতিত্বে আলোচনা করেন জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট আবু সাঈদ ইমাম, নিকলী থানার ওসি মুঈদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী নূরুল আমিন ভূইয়া প্রমুখ।

dutch bangla agent bank

অনুষ্ঠানে ডাচ বাংলা ব্যাংকের জেলা থেকে আগত সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নিকলী শাখার এই ব্যাংকে সঞ্চয়ী হিসাব, ডিপিএস, রেমিটেন্সসহ আরো অন্যান্য অনলাইন ব্যাংকিং কার্যক্রম করা হবে।

Similar Posts

error: Content is protected !!