মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের র্নিবিচারে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জের বাজিতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা ঐতিহ্যবাহী সরারচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে সরারচর এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাটিতে সরারচর ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদির (মাস্টার), সরারচর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রুবেল আহম্মেদ তোতা ভূঁইয়া ছাড়াও সরারচর ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসার ইমামসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানগণ অংশ গ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা তাদের বক্তব্যে অং সান সূচি ও মিয়ানমার সেনাবাহিনীর প্রতি তীব্র নিন্দা ও ঘৃনা জানিয়ে অবিলম্বে হত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানান।