দামপাড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন সৌদি পুলিশ কর্মকর্তা

dampara masjid udbodhon

নিজস্ব প্রতিনিধি ।।

কিশোরগন্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নে উত্তর দামপাড়া ও বড়কান্দা গ্রামে ২টি মসজিদের ভিত্তি প্রস্তর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সৌদি আরব পুলিশের এসপি সালমান বিন আবদুল্লাহ রাবা আল আনাজী।

তিনি ৬ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় নিকলী পৌছান। হাওর এলাকা ঘুরে দেখেন। পরে আসরের নামাজের পর উত্তর দামাপাড়া ঈদগাহ মাঠে মাওলানা দেলোয়ার হোসেন ক্বাসেমীর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন।

dampara masjid udbodhon

তিনি বলেন, মুসলমান হিসাবে আমাদের করণীয় হলো শিরকমুক্ত হয়ে আল্লাহ ও রাসুল সাঃকে ভালোবাসা। আমাদেরকে সকল শিরক থেকে বেঁচে থাকতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের হোসেন, সাবেক চেয়ারম্যান আবুল হাশিম, আবুল কাশেম মেম্বার, ইনকিলাবের নিকলী সংবাদদাতা হেলাল উদ্দিন, মাওলানা আতাউর রহমান প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!