নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান শুরু

সুমন সরকার ।।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার ২ জানুয়ারি দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম আনওয়ারুর রউফ।

poricchonnota-nikli-hos

পরিচ্ছন্নতা কাজে সহযোগিতা করেন, আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল সাফি, প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মো. সালাহ উদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর নাজির মামুদ, সিনিয়র স্টাফ নার্স চারুবালা দাস, সুফিয়া খাতুন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কামরুল হাসান, মানিক মিয়া, ইমরান হোসেন, পরিসংখ্যানবিদ শফিউর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর লাকী সাহা, সুমন সরকার ও অফিস সহায়ক নার্গিস আক্তার, হারবাল এসিসটেন্ট আকমল হোসেন প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম আনওয়ারুর রউফ বলেন, হাসপাতালের সুন্দর পরিবেশ রক্ষার্থে এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

Similar Posts

error: Content is protected !!