সুমন সরকার ।।
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার ২ জানুয়ারি দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম আনওয়ারুর রউফ।
পরিচ্ছন্নতা কাজে সহযোগিতা করেন, আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল সাফি, প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মো. সালাহ উদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর নাজির মামুদ, সিনিয়র স্টাফ নার্স চারুবালা দাস, সুফিয়া খাতুন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কামরুল হাসান, মানিক মিয়া, ইমরান হোসেন, পরিসংখ্যানবিদ শফিউর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর লাকী সাহা, সুমন সরকার ও অফিস সহায়ক নার্গিস আক্তার, হারবাল এসিসটেন্ট আকমল হোসেন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম আনওয়ারুর রউফ বলেন, হাসপাতালের সুন্দর পরিবেশ রক্ষার্থে এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।