খালিয়াজুরী (নেত্রকোণা) প্রতিনিধি।।
জেলার খালিয়াজুরী উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস ২০১৭ উপলক্ষে সকাল ১০ ঘটিকায় বঙ্গবন্ধুর ম্যুরালে বিভিন্ন সরকারি বেসরকারি ও পেশাজীবি সংগঠন পুষ্পস্তপক অর্পন, বর্ণাঢ্য র্যালী, উপজেলার বিভিন্ন স্থানে প্রদক্ষিণ এবং উপজেলা হল রুমে আলোচনা সভার আয়োজনা করে।
উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম।
বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ শওকত আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বক্কর, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুর রৌফ সরকার, প্রধান শিক্ষক দীপঙ্কর দত্ত রায়, ইন্দ্রজিৎ বর্ম্মন ও তারাপ্রসন্ন দেবরায় প্রমুখ।