ডিস লাইন লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা ।।

স্কুল থেকে ফিরে মাকে ভাত দেয়ার কথা বলে টিভির ডিস লাইন লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে সেবক লস্কর (১৫) নামে এক স্কুলছাত্রের।

সেবক লস্কর কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার বেথইর মহল্লার ওমান প্রবাসী ফারুক লস্করের ছেলে ও কটিয়াদী পাইলট মডেল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

জানা যায়, বৃহস্পতিবার ২০ এপ্রিল দুপুরে স্কুল ছুটির পর সেবক বাড়ি ফিরে মাকে ভাত দিতে বলে। স্কুল ব্যাগ রেখে সে ডিস লাইনের জ্যাক টিভিতে লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। মা ভাত নিয়ে এসে ছেলের এ অবস্থা দেখে চিৎকার শুরু করেন।

স্বজনরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদে সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কটিয়াদী পাইলট মডেল স্কুলের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ বলেন, সেবক লস্কর অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র ছিল। তার অকাল মৃত্যুর সংবাদ শুনে মর্মাহত হয়েছি।

Similar Posts

error: Content is protected !!