আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জ ছড়াকার সংসদের সভাপতি বিশিষ্ট ছড়াকার জাহাঙ্গীর আলম জাহানের স্ত্রী রাশেদা বেগম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন যাবত কিডনীর সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রাশেদা বেগমের মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।
সূত্র : ছড়াকার জাহাঙ্গীর আলম জাহানের স্ত্রীর ইন্তেকাল [কিশোরগঞ্জ নিউজ, ১৭ ফেব্রুয়ারি ২০১৮]