নিকলীতে পপি রিকল প্রকল্পের পারিবারিক সহিংসতা প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত

সংবাদদাতা ।।
নিকলী উপজেলায় গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর ক্লাব সিবিও সদস্য সেবাদানকারী প্রতিনিধিদের সমন্বয়ে পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। নিকলী পপি রিকল প্রকল্প এই কর্মশালার আয়োজন করে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রৌশনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পারিবারিক সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও যৌতুক বিষয়ে আলোচনা হয়। এতে অংশ নেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সামছুন্নাহার তাসমিন, ছাতিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হানিফ ইসলাম, ছাতিরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মানিক চৌধুরী, পপি রিকল প্রকল্পের টেকনিক্যাল অফিসার রেশমা পারভিন, ছাতিরচর ইউনিয়নের কাজী মাওলানা আনোয়ার হোসেন, উপজেলা ব্র্যাকের মানবাধিকার ও আইন বিষয়ক কর্মী ফৌজিয়া পারভিন, বেতিরচর মাদ্রাসার সুপার আ: কাইয়ুম, গুরুই ইউনিয়নের কাজী আ: মতিন, নিকলী প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, নিকলী সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পাপিয়া পারভিন সাধনা।

বক্তব্য রাখছেন মহিলা ভাইস চেয়ারম্যান রৌশান আকতার
বক্তব্য রাখছেন উপজেলা ভাইস চেয়ারম্যান রৌশান আকতার

সভায় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা বলেন, পরিবারিক সহিংসতা প্রতিরোধ করতে হলে নারীকে প্রথমে শিক্ষিত হতে হবে। যৌতুক প্রথা, বাল্য বিবাহ, নারী নির্যাতন রোধ করতে হবে। এসব ঘটনা আমাকে তাৎক্ষণিক জানালে ব্যবস্থা নেয়ার চেষ্টা করবো। সভা সঞ্চালনায় ছিলেন পপি রিকল প্রকল্পের সমন্বয়কারী মো: মোশারফ হোসেন খান।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!