আমাদের নিকলী ডেস্ক ।।
হাওর উপজেলা ইটনায় বজ্রপাতের ঘটনায় দেলোয়ারা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে ইটনা সদর ইউনিয়নের দীঘিরপাড় পাথারহাটিতে এই ঘটনা ঘটে।
নিহত দেলোয়ারা আক্তার দীঘিরপাড় পাথারহাটির আলী মিয়ার স্ত্রী। তিনি এক পুত্র সন্তানের জননী।
এলাকাবাসী জানান, দুপুর সোয়া ১২টার দিকে বৃষ্টির মধ্যে দেলোয়ারা নিজ ঘর থেকে এক প্রতিবেশীর ঘরে যাচ্ছিলেন। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। স্বজনেরা উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র : ইটনায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু [কিশোরগঞ্জ নিউজ, ১১ এপ্রিল ২০১৮]