কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের রেড ক্রিসেন্টের জরুরি ত্রাণ

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কিশোরগঞ্জ ইউনিট।

রোববার (১০ ফেব্রুয়ারি ২০১৯) শহরের তারাপাশা এলাকার আলমগীর হোসেনের বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাড়ির দলিল, নগদ টাকা, আসবাবাপত্র সহ আনুমানিক প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করে কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কিশোরগঞ্জ ইউনিটের কার্যনিবার্হী কমিটির সদস্য বিলকিস বেগম, ইউনিট লেভেল অফিসার মো: আব্দুল মোতালিব, যুব প্রধান হোসাইন মোহাম্মদ প্রদীপ, উপ-যুব প্রধান প্রান্ত বণিক ও কাজী নাজমুল হাসান এবং ইউনিটের যুব সদস্যবৃন্দ।

Similar Posts

error: Content is protected !!