শনিবার মাছরাঙায় দেখুন কিশোর মোশার “মৃত্যুর পথ”

বিশেষ প্রতিনিধি ।।

আগামী শনিবার (৯ মার্চ ২০১৯) রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নিকলীর কৃতিমুখ ও নির্মাতা কিশোর মোশা’র রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় বিশেষ থ্রিলার টেলিফিল্ম “মৃত্যুর পথ” (OneWay)। এতে অভিনয় করেছেন- সজল, তানজিন তিশা, শামিম নেওয়াজ, দোলন দে, বড়দা মিঠু ও কিশোর মোশাসহ আরো অনেকে। নাটকটি শামিম নেওয়াজের গল্প ভাবনা ও প্লুটো  এন্টারটেইনমেন্টের  প্রযোজনায় নির্মিত। নির্বাহী প্রযোজক শফিক মুজাহিদ।

গল্প সংক্ষেপ : রাত দশটার মধ্যে নূরকে মেরে ফেলা হবে এই কথা সে জানে। আন্ডারওয়ার্ল্ড-এর গডফাদার ফিরোজ তাকে ডেকে নিয়ে এই কথা বলে দিয়েছে। নূরের অপরাধ সে ফিরোজকে না জানিয়ে ব্যবসায়ী শফিক মুজাহিদের কাছ থেকে এক কোটি টাকা এনে মেরে দিয়েছে। নূরকে মেরে ফেলার দায়িত্ব পরেছে তারই কাছের বন্ধু শামিমের ওপর। শামিম বুঝতে পারে না এখন সে কি করবে। তবে সে এটাও খুব ভালো করে জানে যে, যদি সে এই কাজটা না করতে পারে তাহলে আগামীকাল তার লাশ পড়ে থাকবে রাস্তায়। এক সময় লোভের কাছে বদলে যায় বন্ধুত্বের সব সমীকরণ। সীমাহীন লোভ ও দুর্দান্ত এক প্রেমের গল্পের নাম “মৃত্যুর পথ” (One Way)।

নিকলীর কৃতিমুখ নির্মাতা কিশোর মোশা
বাড়ি নিকলী উপজেলা সদরের নগর। ছোটবেলা থেকেই কবিতা ও লেখালেখির প্রতি ঝোঁক। নিকলী জি সি পাইলট উচ্চ বিদ্যালয়ে করেছেন এএসসি, বাজিতপুর ডিগ্রী কলেজে এইচএসসি পাস। এরপর অনার্স, মাস্টার্স (ব্যবাস্থাপনা বিভাগ) করেছেন গুরুদয়াল সরকারি কলেজ থেকে।

নির্মাতা কিশোর মোশা

ছাত্রজীবনে তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য- স্কাউট, প্রথম আলো বন্ধুসভা, টিআইবি ও প্রচিত সাংস্কৃতিক পরিবার।

একনজরে তাঁর প্রকাশনা ও নির্মাণ : উপন্যাস- পেয়েও হারালাম তোমাকে এবং তোমাতেই গন্তব্য। উল্লেখযোগ্য টেলিফিল্ম- একজন দিপুর কথা বলছি, গুলমোহর ও মুক্তিযুদ্ধ, গল্পটা সিনেমার মতো, তোমাতেই গন্তব্য। সাম্প্রতিক নির্মাণ- দূর্জয় (এ ব্যাডম্যান স্টোরি; যা খুব শিঘ্রই একটি স্যাটেলাইট চ্যানেলে দেখা যাবে। শুরুর প্রতীক্ষায়- শ্রাবন্তীর গল্প, তিনি এখন গৃহেপালিত স্বামী, লাইলী মজনুর বিয়ে এবং সত্যি, স্বপ্ন নয়!

Similar Posts

error: Content is protected !!