সমতা ফেরাতে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ দল

আমাদের নিকলী ডেস্ক ।।

ডান-হাতি পেসার লাসিথ মালিঙ্গার বিদায়ী ম্যাচে শ্রীলংকার কাছে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯১ রানে হারে সফরকারী বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে টাইগাররা। সিরিজে টিকে থাকতে হলে আগামীকাল রোববার (২৮ জুলাই ২০১৯) দ্বিতীয় ওয়ানডেতে জয় ছাড়া বিকল্প পথ নেই বাংলাদেশের। তাই সমতা আনার লক্ষ্য নিয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে তামিমের দল। অপরদিকে, শ্রীলংকার লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ জয় নিশ্চিত করা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

বিশ্বকাপের ব্যর্থতা ভুলতে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। লক্ষ্য সিরিজে ভালো ফল অর্জন করা। কিন্তু সিরিজের প্রথম ম্যাচেই হোঁচট খেল টাইগাররা। ব্যাটি-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই বাংলাদেশী খেলোয়াড়দের ব্যর্থতা ছিলো চোখে পড়ার মত।

বোলারদের ছন্নছাড়া বোলিং ও বাজে ফিল্ডিং-এর পর বাংলাদেশের ব্যাটসম্যানরা হতাশ করে। সেই হতাশা শুরু হয়েছিলো ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবালকে দিয়ে। ইনিংসের পঞ্চম বলেই প্যাভিলিয়নে ফিরে যান তামিম। লাসিথ মালিঙ্গার প্রথম চার বল ভালোভাবে সামলাতে পারলেও, পঞ্চম বলে বোল্ড হন তামিম।

প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুড়ে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করলেন বাংলাদেশ অধিনায়ক তামিম, “আমাদের নিজেদের দলবদ্ধ হতে হবে। এখনও দু’টি ম্যাচ বাকী রয়েছে। আশা করি, আমরা ভালো করতে পারবো। আমাদের ১৫ জনের দল। আমি তাদের নিয়ে অনেক খুশী। তাদের উপর বিশ্বাস রাখতে হবে। তাদের সামর্থ্য আছে, সবার দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমরা এখনো লড়াইয়ে আছি। পরের ম্যাচ থেকেই ঘুড়ে দাঁড়াতে চাই।”

বোলারদের প্রশংসাও করেছেন তামিম, “বোলাররা মাঝে ভালো করতে পারেনি। তবে শেষদিকে ভালো করেছে, নয়তো ৩৫০-৩৬০ রান করতো শ্রীলংকা।” তবে নিজের পারফরমেন্স নিয়ে খুশী হতে পারেননি তামিম। তবে দ্রুতই রানে ফিরতে চান তিনি, “আমাকে বেশ লড়াই করতে হচ্ছে। আমাকে ভালো পারফরমেন্স করতে হবে, সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে হবে।”

প্রথম ওয়ানডে জিতে দলের প্রশংসা করলেন শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারত্নে। তিনি বলেন, “গেল কয়েক মাস ধরে ছেলেরা ভালো পারফরমেন্স করছে। বিশ্বকাপে এবং আজকের ম্যাচেও ভালো করেছে। তারা শতভাগ দিচ্ছে। আমরা সঠিক পথেই রয়েছি। তবে আমাদের কিছু জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে। আমরা আজ ব্যাটিং ভালো করেছি, বোলাররাও ভালো করেছে। জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে সিরিজ জিততে চাই আমরা।”

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, ফরহাদ রেজা এবং এনামুল হক বিজয়।

শ্রীলংকা দল : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশাল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, শেহান জয়সুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, বান্দিু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো, নুয়ান প্রদীপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, থিসারা পেরেরা, ইসুরু উদানা।

Similar Posts

error: Content is protected !!