বিয়েতে বেশি কেক খাওয়ায় অতিথির বাড়িতে বিল পাঠালেন নবদম্পতি

আমাদের নিকলী ডেস্ক ।।

বিয়েবাড়িতে গিয়ে একটির জায়গায় দু’টি ফিশ ফ্রাই বা কিছু রসগোল্লা বেশি খেয়ে ফেলেন অনেকেই। কিন্তু এই বেশি খাওয়ার জন্য কাউকে দাম চোকাতে হচ্ছে, অতীতে এমন ঘটনার নজির বোধ হয় নেই। পরিচিতের বিয়েতে গিয়ে এক টুকরো কেক বেশি খেয়ে ফেলায় এমন ঘটনার শিকার হলেন এক অতিথি। সম্প্রতি আমেরিকান সামাজিক যোগাযোগের ওয়েবসাইট “রেডিট”-এ সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।

বিয়ের দিন নবদম্পতি ঘোষণা করেছিলেন, নিমন্ত্রিতদের টাকায় বিয়ের কেক কাটা হবে। অর্থাৎ, কেক কাটার পর কেকের টুকরো হাতে তুলে নেওয়ার আগে দাম দিতে হবে। সেই অনুযায়ী, টুকরো প্রতি দাম রাখা হয়েছিল ৩.৬৬ পাউন্ড (বাংলাদেশি টাকা প্রায় ৪২৫ টাকা)। খুশির দিন, প্রত্যেকে তাতে রাজিও হয়েছিলেন। সবই ভালো ভালো মিটে গিয়েছে।

বিয়ের দিন দুয়েক পর এক অতিথির ফোনে মেসেজ দিয়ে ওই নবদম্পতি জানান, “আমরা বিয়ের সিসিটিভি ফুটেজ ঘাঁটছিলাম। দেখলাম, আপনি দু’টুকরো কেক খেয়েছেন। অথচ, এক টুকরোর দাম দিয়েছেন। দয়া করে আর এক টুকরোর দাম চটজলদি পাঠিয়ে দিন।”

এই মেসেজ দেখে হতচকিত ওই অতিথি। “রেডিট”-এ নবদম্পতির ওই বার্তাটি প্রকাশ্যে এনে তিনি লিখেছেন, “বিয়েতে গিয়ে কেকের দাম দিতে হচ্ছে, এই ব্যাপারটাই তো অদ্ভুত। আমার সত্যিই খেয়াল ছিল না যে, কখন একটা কেক বেশি খেয়ে ফেলেছি। এখন আমার কাছ থেকে দাম চাইছে ওরা!”

সূত্র :  মিরর ডটকো

Similar Posts

error: Content is protected !!