আমাদের নিকলী ডেস্ক ।।
আজ বিকেল পাঁচটায় দিকে শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আইপিএলে খেলতে ভারতের উদ্দেশে উড়াল দিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ। এর কিছু সময় পরই ক্রিকেট বিষয় জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর মূলপাতায় ভেসে উঠে মুস্তাফিজের নাম। হয়তো বিমানে বসে তা দেখেছেন সাতক্ষীরার এ দামাল ছেলে।
সেরা একাদশের তালিকা প্রকাশ করে ইএসপিএন-ক্রিকইনফো। আর তাতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমান। যদিও আইসিসি’র বিতর্কিত সেরা একাদশে মুস্তাফিজকে জায়গা না দিয়ে তাকে রাখা হয়েছিল দ্বাদশ খেলোয়াড় হিসেবে।
চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ থেকে সর্বোচ্চ তিনজন খেলোয়াড় ক্রিকইনফোর সেরা একাদশে জায়গা করে নেন। এরা হলেন- স্যামুয়েল বদ্রি, কার্লোস ব্রাথওয়েট ও আন্দ্রে রাসেল। এছাড়া ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড থেকে দুজন করে সেরা একাদশে জায়গা করে নেন। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে মুস্তাফিজ ক্রিকইনফোর সেরা একাদশে জায়গা করে নেন।
অন্যদিকে চমক হিসেবে সেরা একাদশে ঢুকেন আফগানিস্তানের ওপেনার মোহাম্মদ শাহজাদ। বিরাট কোহলি আইসিসির টি-টুয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত হন। তবে ক্রিকইনফোর সেরা একাদশের অধিনায়ক মনোনীত হন কেন উইলিয়ামসন।