পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
“আমরা শিক্ষার্থী লেখাপড়া করতে চাই, সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বিদ্যুৎ চাই” এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুতের চরম লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১টায় আলোকিত ছাত্রকল্যাণ সংগঠন (স্কুল) ও আর্টস এক্টিভিটিস সংগঠনের (কলেজ) যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ গেইটের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করে।
প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী শেষে একটি বিক্ষোভ মিছিল পৌরসদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। আলোকিত ছাত্রকল্যাণ সংগঠনের সভাপতি এনামুল হক হৃদয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল রহমান আফ্রিদ, আর্টস এক্টিভিটিস সংগঠনের সভাপতি এনামুল হক রনি প্রমুখ। শিক্ষার্থীরা চলমান এইচএসসি, ডিগ্রি ও অনার্সসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় বিদ্যুতের লোডশেডিংয়ের ফলে শিক্ষার্থীদের চরম দুর্ভোগের অবস্থা তুলে ধরেন। শিক্ষার্থীরা অভিলম্বে বিদ্যুতের লোডশেডিং বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।