শামিম আল মামুন, কোরিয়া থেকে ।।
৫ জুন রোববার কোরিয়ার আনসানে বসেছিল বাংলাদেশিদের মিলন মেলা। প্রচণ্ড গরম উপেক্ষা করে সকাল থেকেই একে একে বিভিন্ন প্রদেশ থেকে জড়ো হচ্ছিলো চেনা সেই মুখগুলো। এক সময় বাংলাদেশিদের মিলনমেলাটা পরিণত হলো “নিকলীর মিলনমেলা”য়। এভাবে একসাথে এক এলাকার এত এত মুখ দেখে কিছু সময়ের জন্য নিকলীর একটা আবহ তৈরি হলো। নিকলীর যাদের দেখা গেলো তারা হলেন, বাতেন, মান্নান, মোস্তাক, মিথুন, আলমগীর, কালাম, শরীফ (ষাইটধার), রাকিব, সুমন সাহা, মামুন, শাহীন, মাসুদ, সাইফুল, শরীফ (বানিয়াহাটি), ওমর (ছাতিরচর)।
বাংলাদেশ ফাউন্ডেশন অব দক্ষিণ কোরিয়া’র আয়োজিত মেলায় ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা। বাংলাদেশের অন্যতম সেরা গায়ক নগরবাউলখ্যাত জেমস গেয়েছেন হাজার হাজার কোরিয়া প্রবাসী বাংলাদেশিদের আনন্দ দিতে। তার জনপ্রিয় গানগুলোর তালে তালে প্রবাসীরাও নেচে-গেয়ে উপভোগ করেন। কোরিয়ার আনসানের ওয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে প্রবাসী শিল্পীরাও গেয়েছেন তাদের প্রাণ খুলে। দেশের কৌতুকাভিনেতা আবু হেনা রনির হাস্য-রস উপস্থিত দর্শকদের নির্মল আনন্দে ভাসিয়েছে।