মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়। ১৮ ডিসেম্বর রোববার সকালে উপজেলার পিরিজপুর উচ্চ বিদ্যালয় পরিবার ইউনিয়নের চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েলকে সংবর্ধনা প্রদান করে।
বিদ্যালয় পরিবারের আয়োজনে ম্যানেজিং কমিটির সভাপতি মো. নূরুল্লাহর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মুখলেসুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম গোলাপ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বাক্কার সিদ্দিক প্রমুখ।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।