মহাস্থানে প্রত্নতত্ত্বের পরিত্যক্ত বাড়িগুলো মাদক ও অনৈতিক কাজের আখড়া

গোলাম রব্বানী শিপন, (বগুড়া)।।

বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ের পাথরপট্টি এলাকার আরকিওলজির পরিত্যক্ত বাড়িগুলো এখন মাদক ও অনৈতিক কাজের আখড়ায় পরিণত হয়েছে।

জানা যায়, মহাস্থানগড়ের বেশকিছু এলাকার জায়গা, জমি ও নির্মাণাধীন ঘর, বাড়ি, আরকিওলজি ডিপার্টমেন্ট অর্থাৎ প্রত্নতাত্ত্বিক বিভাগ এ্যাকোয়ার করে। সরকারিভাবে তাদের বাড়ি, জায়গা, গাছপালাসহ অবকাঠামো ন্যায্যমূল্য দিয়ে নিয়ে সেগুলো পরিত্যক্ত রাখা হয়। আর এই পরিত্যক্ত বাড়িতে এখন কেউ না থাকায় ভেতরে জঙ্গল ও আড়া সৃষ্টি হয়েছে।

এ এলাকাগুলো ভ্রাম্যমাণ মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা নিরাপদ স্থান হিসাবে ব্যবহার করছে।

এলাকাবাসী মহাস্থান প্রতিনিধি গোলাম রব্বানী শিপনকে জানান, এ বাড়িগুলোতে শুধু মাদক সেবন বা বিক্রিই হয় না। স্থানীয় বেশকিছু অসাধু ব্যক্তি ও মাদক সেবনকারীরা টাকার বিনিময়ে মাঝে মাঝে বহিরাগত জুটি ও দেহ ব্যবসায়ীদের নিরাপত্তা দিয়ে চালিয়ে যাচ্ছে অনৈতিক কর্মকাণ্ড।

সম্প্রতি মহাস্থান প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজুর নির্দেশে উল্লেখ্য পরিত্যক্ত বাড়ি থেকে ৪ ক্ষুদ্র মাদক সেবনকারীকে হাতেনাতে আটকের পর ডাকবাংলোয় নিয়ে এসে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দেয়া হয়।

সচেতন এলাকাবাসী ঐতিহাসিক মহাস্থানগড় হযরত শাহ সুলতানের মাজারের পবিত্রতা রক্ষার্থে প্রত্নতত্ত্ব বিভাগ ও প্রসাশনের প্রতি অনুরোধ করেছেন এসব পরিত্যক্ত বাড়ি ভেঙ্গে দেয়ার।

Similar Posts

error: Content is protected !!