সংবাদদাতা ।।
এ বি নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের এক বিদায় অনুষ্ঠান হয়েছে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি)। বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক আনন্দঘন পরিবেশের মাধ্যমে পরীক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ আহসান উল্লাহ, নূরুল আমীন, আব্দুল বাতেন, মতিউর রহমান, রফিকুল ইসলাম মৃধা, মোবারক হোসেন প্রমুখ।
পরীক্ষায় ভালো ফলাফল করে অভিভাবক ও স্কুলের সুনাম বয়ে আনার আহ্বান জানান বক্তারা। পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনায় অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল আয়োজন করা হয়।