আমাদের মুখোশগুলো

ঈদের ২য় দিন। সকাল থেকেই তাড়াহুড়ো করছি, আজ আমার ফ্রেন্ডরা আসবে।

আমার জানা প্রায় সব আইটেম দিয়ে টেবিল সাজিয়েছি…. চিকেন রোল, বিফ কাবাব, হালিম, ফিরনি, কত রকম পিঠা !খাবার পর সবাই বীচে যাবো ,ছবি তুলবো, কত প্লান আমাদের…

কে যেন দরজায় কড়া নাড়ছে।

কে…. কে…??

দরজায় নুরির মা এসেছে। সাথে আধময়লা জামা গায়ে ছোট নুরিও।

ইশশ… আসার আর সময় পেল না।

মুখে একটা হাসি ঝুলিয়ে ভেতরে ডাকলাম উনাকে।

গুটি গুটি পায়ে ভেতরে এসে মোড়া টেনে এক কোণায় বসলেন।

তো খালা! কি খবর আপনার? মায়ের গা ঘেঁষে থাকা ছোট নুরির দিকে আড়চোখে তাকিয়ে জিজ্ঞেস করলাম।

“আছি মা আল্লায় ভালা রাখছে… ” মিনমিন করে বললেন উনি।

অসময়ে এসেছেন বুঝতে পেরে তিনিও বিব্রত হয়েছেন। আমিও যথেষ্ট অস্বস্তিতে পড়েছি বৈ কি। আমার ফ্রেন্ডরা সব এই এলো বলে….

তাড়াতাড়ি মা মেয়েকে দুই পিরিচে সেমাই পানি খেতে দিলাম। খেয়ে চলে যাক…

এই রমজানে আমরা ভার্সিটির ফ্রেন্ডরা টাকা তুলে কিছু গরিব পরিবারে বাচ্চাদের খাবার-দাবার আর জামাকাপড় দিয়ে সাহায্য করেছিলাম, ওই স্যোশাল ওয়েলফেয়ার আর কি। আজকাল সবাই করে, আমরাও করেছি। তখন এই নুরির মা, ওই বস্তির খালেদার আম্মা আর বস্তির লেংটু পেংটু বাচ্চাদের সাথে অনেক সেলফি অনেক ছবি তুলেছিলাম!

সেইসব ছবি আবার ফেসবুকে সব ফ্রেন্ড একজন আরেকজনকে ট্যাগ করে টরে ত্রাণ বিতরণের মতো সে এক বিশাল অ্যালবাম হল আমাদের।

মহাবীর ভাব নিয়ে ওদেরকে আশ্বস্ত করেছিলাম৷ আমরা আছি আপনাদের পাশে। যে কোনো সমস্যায় জানাবেন। ঈদে বাসায় আসার জন্য বলেছিও….. আসুক, সমস্যা নেই…. কিন্তু আজই আসতে হল!

ফ্রেন্ডরা আসবে, আমরা খাওয়া-দাওয়া করবো। নুরি, নুরির মা থাকলে কেমন হবে!

ওদের কে টাকা দিয়ে খাবার-দাবার দিয়ে সাহায্য করেছি। সামাজিক উন্নয়ন করেছি, ওদের সাথে ছবি তুলেছি…. ব্যস তো… !!

জানি আমি, ওরাও মানুষ… কিন্তু এসব বুলি কতক্ষণ আওড়ানো যায়…. আমাদের একটা স্ট্যাটাস আছে না….

“আজকা যাইগা মা”
কপালে বিরক্তি ফেলে এটা ওটা ভাবতে ভাবতে নুরির মায়ের কথায় ফিরে তাকালাম। ততক্ষণ নুরি সেমাইয়ের বাটি চেটেপুটে শেষ করেছে।

“ঠিকাছে খালা! যান তাহলে, আবার আসিয়েন”।

তড়িঘড়ি ওদের বিদায় দিয়ে দরজা টেনে হাঁফ ছেড়ে বাঁচলাম। যাক বাবা! এবার আমি হাতে-হাতে বাকি কাজগুলো সেরে নিই ডাইনিংয়ে খাবার-দাবারগুলো গুছিয়ে রাখতে রাখতে আমার আর একদম বিরক্তি লাগছে না। হাসিতে পালটে গেছে! মুখোশ পালটে নিয়েছি তো……

 

অনুগল্প : আমাদের মুখোশগুলো
লেখক : নুসরাত সায়মা

Similar Posts

error: Content is protected !!