আমাদের নিকলী ডেস্ক ।।
দাবা থেকে শুরু করে স্টারক্রাফট, এখানে থাকছে সাতটি কৌশলের খেলা যা ব্রেন বা মস্তিষ্কের জন্য ভালো। যারা ব্রেনের ব্যায়ামে আগ্রহী, তারা এগুলো খেলতে পারেন নিয়মিত।
দাবা : খেলার রাজা
দাবা খেলার নামটা মূলত এসেছে ফার্সি শব্দ ‘শাহ’ থেকে, যার অর্থ রাজা। দাবার বোর্ড তৈরি হয়েছে ভারতে, তৃতীয় থেকে ষষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে। দু’জন খেলোয়াড় একে অপরের বিপরীতে এই খেলায় অংশ নিতে পারেন। খেলায় জিততে হলে প্রতিপক্ষের রাজাকে এমনভাবে ‘চেক’ দিতে হয়, যাতে তার পালানোর কোনো উপায় না থাকে। এই ‘চেক’ দেয়াকে বলা হয় ‘কিস্তি মাত’।
গো : এশিয়ায় তৈরি
‘গো’ খেলাটি সৃষ্টি হয়েছে চীনে। তবে এর উন্নয়নে বড় ভূমিকা রেখেছে কোরিয়া এবং জাপান। কালো এবং সাদা পাথর দিয়ে একটি বোর্ডের উপর খেলাটি খেলতে হয় যেখানে ১৯টি অনুভূমিক এবং ১৯টি উল্লম্ব রেখা টানা থাকে। বোর্ডের অধিকাংশ অংশ যে দখলে রাখতে পারবে, সেই বিজয়ী।
শোগি : জাপানের দাবা
দাবার জাপানি সংস্করণ শোগিতে বোর্ডটি নয়টি মাঠে ভাগ করা থাকে। তবে ছোট বা বড় বোর্ডও পাওয়া যায়। দাবার সঙ্গে এটির অন্যতম গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে, গুটিগুলো খেলোয়াড়ের মধ্যে নির্দিষ্ট করে দেয়া নেই। অর্থাৎ উভয়েই সেগুলো ব্যবহার করতে পারেন। তবে উদ্দেশ্য একই, রাজাকে ‘চেক’ দিতে হবে।
চেকারস : লাফান এবং চুরি করুন
চেকারবোর্ড দেখতে দাবার বোর্ডের মতো। তবে খেলার নিয়ম পুরোপুরি ভিন্ন। এখানে একটি গুটি আড়াআড়িভাবে একঘর পর্যন্ত সরানো যাবে, যতক্ষণ পর্যন্ত না সেটি প্রতিপক্ষের একটি গুটিকে ডিঙাতে পারে। আর ডিঙানো গুটিটি যে ডিঙিয়েছে তার হয়ে যাবে। এভাবে প্রতিপক্ষের সবগুটি নিতে পারলে জয় আসবে।
টিক-টেক-টো : সার্কেল অথবা স্কয়ার?
খেলাটার বাংলা নাম ‘কাটা-কুটি’। দীর্ঘ ভ্রমণের পথে দ্বাদশ শতক থেকে চলে আসা এই খেলাই সম্ভবত সেরা। এর জন্য আপনার শুধু একটি পেন্সিল এবং এক টুকরো কাগজ দরকার। কাগজের উপরে আঁকা নয়টি ঘরের মধ্যে দু’জন খেলোয়াড় ক্রস বা সার্কেল আঁকেন। যে খেলোয়াড়টি আগে একইরকম সংকেত দিয়ে অনুভূমিক, উল্লম্ব কিংবা আড়াআড়িভাবে তিনটি ঘর ভরতে পারবে, সেই বিজয়ী।
সিভিলাইজেশন : বোর্ড থেকে স্ক্রিনে
শুরুতে বোর্ড গেম হিসেবে চালু হওয়া ‘সিভিলাইজেশন’-এর যাত্রা শুরু হয় ১৯৮০ সালে। খেলার ধারণা জটিল ছিল: একটি সিভিলাইজেশনকে সেই লৌহযুগের প্রতিবন্ধকতা পেরিয়ে টিকে থাকতে হবে। সাতজন খেলোয়াড় একসঙ্গে এটি খেলতে পারে। আর একেকটি গেমের দৈর্ঘ্য হতে পারে দশ ঘণ্টা পর্যন্ত। ১৯৯১ সালে ‘সিভিলাইজেশন’ কম্পিউটার গেম হিসেবে আত্মপ্রকাশ করে।
স্টারক্রাফট : অবসরের খেলা
কারো কারো কাছে এটা হয়ত নিখাদ বিনোদন, তবে দক্ষিণ কোরিয়ায় ‘স্টারক্রাফট’ হচ্ছে অবসর সময়ের জন্য উপযোগী জাতীয় খেলা। ‘রিয়েল টাইম স্ট্র্যাটেজি’ খেলাটি চালু হয় ১৯৯৮ সালে। আর তখন থেকেই এটি অন্যতম জনপ্রিয় কম্পিউটার গেম হিসেবে বাজার দখল করে আছে।
সূত্র : যে সাতটি খেলা মস্তিষ্কের জন্য ভালো [ডয়চে ভেলে, ২২ জুন ২০১৭]