গভীর সাগরে ভাসমান মৎস্যকন্যার বাড়ি!

আমাদের নিকলী ডেস্ক ।।

গভীর সাগরে মৎসকন্যার চিত্র অঙ্কিত একটি ভাসমান বাড়ির সন্ধান দিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। ফ্লোরিডা থেকে সমুদ্রের ২শ মাইল দূরে দক্ষিণ লুইসিয়ানার দিকে ছোট এই বাড়িটি পাওয়া যায়।

বুধবার কোস্ট গার্ডের প্রকাশিত ছবিতে দেখা যায়, সবুজ রঙের চক্রাকার বাড়িটির একমাত্র ঘরের দেয়ালে স্বর্ণকেশী চুল ও নীল লেজের মৎস্যকন্যার ছবি আঁকা।

সমুদ্রের তলদেশে থাকা মৎস্যকন্যার ঠিক সামনেই একটি কচ্ছপ ও একটি অক্টোপাস দেখা যাচ্ছে। এছাড়া নীল রঙের দরজার ওপরের দিকে ইংরেজিতে ‘শেড’ লেখা একটি চিত্র দেখা যাচ্ছে।

একজন কর্মকর্তা জানান, ফ্লোরিডার ঠিক পশ্চিমে অনেক মানুষ বাড়িটি দেখেছে। মানুষবিহীন বাড়িটি ভেসে গভীর সমুদ্রে ভেসে আসতে পারে বলে কোস্ট গার্ড এক ‍বিবৃতিতে জানিয়েছে।

সূত্র : গভীর সাগরে ভেসে আসা মৎসকন্যার বাড়ি নিয়ে তোলপাড়  [চ্যানেল আই অনলাইন, ৩ আগস্ট ২০১৭]

Similar Posts

error: Content is protected !!