রেললাইনের কবিতা

রেললাইনের কবিতা
শিবলী জামান ।।

ভালোবাসা হয়ে যাও রেল লাইন
প্রেমিক হয়ে যাও কাঠের স্লিপার
পেরেকগুলো বর্শার মতো বুকে গেঁথে
মগজে শরীরে রেলের পাত জড়িয়ে
সাপের শীতল স্পর্শ নাও বুকে মনে
ইস্পাতের শিরশিরে গন্ধ নাও নাকে।

তারপর শোন ভারী ইঞ্জিনের শব্দ
উষ্ণ হও, এখনি আসবে রেলগাড়ি!
রেল দুটোকে প্রেমিক প্রেমিকার মতো
ধরে রাখো প্রাণপণ পাশাপাশি ডানা!
ভালোবাসা পাড়ি দেবে প্রান্তর দিগন্ত
তুমি আটকে থাকবে লোহার পেরেকে
ভালোবাসা আসবেনা মিলনের জন্য
যাবেনা দূরে কোথাও বিরহের জন্য।

Similar Posts

error: Content is protected !!