কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
কটিয়াদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলামের বড় ছেলে সড়ক দুর্ঘটনায় আহত আরিফুল ইসলাম ইমন (২৫) মঙ্গলবার ৫ সেপ্টেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা গেছেন।
গত ৮ জুলাই কটিয়াদী-মঠখোলা সড়কের মেরাতলা নামক স্থানে একটি কাভার্ড ভ্যানের সাথে মোটরসাইকেল আরোহী ইমন মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠালে প্রায় দুই মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার সকাল ৮টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নিহত ইমন তার নবজাতক সন্তানের মুখও দেখে যেতে পারেননি। তার মৃতদেহ বাড়িতে নিয়ে এলে শোকার্ত মানুষের ঢল নামে। পুলিশ ঘাতক ভ্যানটি আটক করেছে।