কিশোরগঞ্জে সিপিবির লাল পতাকা মিছিল


কিশোরগঞ্জ সংবাদদাতা ।।

অক্টোবর বিপ্লবের শতবর্ষ উপলক্ষে কিশোরগঞ্জে লাল পতাকা মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। শনিবার ২৮ অক্টোবর দুপুরে পার্টির কার্যালয় প্রাঙ্গণ থেকে কাস্তে-হাতুড়ি খচিত লাল পতাকা নিয়ে একটি মিছিল বের করে তারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পার্টির কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। বক্তৃতা করেন, সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অনিরুদ্ধ দাস অঞ্জন, জেলা সিপিবির নেতা এমানুল হক ইদ্রিস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, জেলা সিপিবি নেতা বাহার উদ্দিন বাচ্চু, সিরাজুল ইসলাম সাত্তার, সেলিম উদ্দিন খান, হাসান ইমাম রঞ্জু প্রমুখ।

বক্তারা রাশিয়ার অক্টোবর বিপ্লব থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে শোষণ ও দুর্নীতিমুক্ত শ্রমিক-কৃষকের রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তাছাড়া জাতীয় সম্পদ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনের পাশাপাশি জঙ্গীবাদের বিরুদ্ধে দেশবাসীকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখারও আহ্বান জানানো হয়।

এর আগে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় পার্টির কর্মী ও সমর্থকরা।

Similar Posts

error: Content is protected !!