নিজস্ব প্রতিবেদক ।।
রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভাটিবরাটিয়া বড়বাড়ি মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় কারপাশা একাদশ ৮ উইকেটে হারিয়েছে সিংপুর একাদশকে।
স্থানীয় ৮টি দল নিয়ে শুরু হওয়া রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুখোমুখি হয় কারপাশা একাদশ ও সিংপুর একাদশ। খেলার নির্ধারিত সময় দুপুর ১টায় দুই দল মাঠে এসে পৌছলে আয়োজক কমিটির সদস্য এমদাদুল হক, আকরাম, নুরুল হুদা, মুন্না, মমিন, কাওছার, জায়িদ, এলমেদ্বীন তাদের স্বাগত জানান।
টি-২০ ফরম্যাটের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি কারপাশা একাদশের দাপটে অনেকটা একপেশে হয়ে যায়। টসে জিতে সিংপুর একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। প্রথম ওভারে ২ উইকেটের পতন হলে অনেকটা ব্যাকফুটে চলে যায় তারা। এরপর নির্ধারিত ২০ ওভারের খেলায় নিয়মিত উইকেট পড়তে থাকে। ১৩.৪ ওভারে তারা ৮১ রান তোলেন সবক’টি উইকেট হারিয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন জাকারিয়া। কারপাশার উসমান ৪ উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে কারপাশার খেলোয়াড়েরা নেমে বেশ স্বতস্ফূর্ত ভঙ্গিমায় রান তুলতে থাকেন। শুরুতে তাদেরও ২ উইকেটের পতন হয়। স্বল্প সময়ের জন্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস মিললেও পরবর্তী ব্যাটসম্যানদের দৃঢ়তায় ৭.৩ ওভারেই টপকে যায় ৮২ রানের টার্গেট। জয়ের নোঙরে পৌছাতে দলের পক্ষে কারপাশার উসমান সর্বোচ্চ ৩৯ রান করে অপরাজিত থাকেন। অলরাউন্ড নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ খেলাশেষে কারপাশার উসমান পান ফাইনাল অব দ্য ম্যাচের পুরস্কার।
পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরুর আগে মরহুম রুহুল আমিন স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত সবাই অংশগ্রহণ করেন।
চ্যাম্পিয়ন দলকে ১৪ ইঞ্চি টেলিভিশন এবং রানার্স আপ দলকে মোবাইল ফোন পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ফাইনালে সেরা খেলোয়াড় (উসমান, কারপাশা), ফাইনালে সেরা সিক্স (জাকারিয়া, সিংপুর), সর্বোচ্চ উইকেট সংগ্রাহক (উসমান, কারপাশা), টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক (তানিম, সিংপুর), কম বয়সী ভালো খেলোয়াড় (লিংকন, সিংপুর) এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (উসমান, কারপাশা) ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া পুরো টুর্নামেন্টে দর্শক সারিতে উপস্থিত থেকে খেলা উপভোগ ও সমর্থন দানে সামাদকে টুর্নামেন্টের সেরা দর্শক হিসেবেও পুরস্কার প্রদান করা হয়।
সিংপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল হক ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাশেষে পুরস্কার প্রদান করেন। সাজ্জাদ শুভর পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে তিনি অংশগ্রহণকারী প্রতিটি দলকে অভিনন্দন জানান। ভবিষ্যতে টুর্নামেন্টটি আরো সুন্দর ও বেশিসংখ্যক দলের অংশগ্রহণ নিশ্চিত করার ব্যাপারে জোর দেন।
এ সময় আরো সংক্ষেপে বক্তব্য রাখেন নুরুল হুদা, রাফিউজ্জামান আকরামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ অতিথি ছিলেন সিংপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক সাকির উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন সিংপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, মরহুম রুহুল আমিনের পরিবারের সদস্যবৃন্দ।