৮ কোটি টাকায় বিয়ের কনে আকৃতির কেক!

আমাদের নিকলী ডেস্ক ।।

বিয়ের আসরে গিয়ে মোহনীয় সাজের কনেকে দেখলেন সটান দাঁড়িয়ে আছে। শরীরে বিভিন্ন জায়গায় শোভা পাচ্ছে হীরা দিয়ে তৈরি অলংকার। কনের সাথে হাসিমুখে ছবি তুললেন। তারপর গপাগপ করে তাকে গলাধঃকরণ করে তৃপ্তির ঢেকুর তুললেন। ভাবছেন, কী আবোলতাবোল কথা বলছি? কিন্তু এমনই একটি ঘটনা ঘটেছে দুবাইতে।

দুবাইতে বিয়ের একটি ফ্যাশন শোতে বানানো হয়েছে এমনই একটি কেক যেটি দেখলে যে কারো কনে বলে বিভ্রম হবে। ৬ ফুট লম্বা এই কেক কনেকে বানাতে লেগেছে ১০ দিন, ১ হাজার ডিম ও ২০ কেজি চকোলেট। কেকটি বানিয়েছে ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ডেবি উইংহাম।

আরবীয় ফ্যাশনে সাজের এই কনেকে সাজাতে ৫০০ বেশি ফুল আঁকা হয়েছে কনের শাড়িতে। সব মিলিয়ে এই কেক কনের ওজন ছিল ১২০ কেজি। দাম রাখা হয় ১ মিলিয়ন ডলার। এদিকে এই কনে কেকটি দেখতে এতটাই জীবন্ত হয়েছে যে অনেকে ভাবতেই পারেনি যে, এটা খাওয়া যাবে।

এর আগে এই ব্রিটিশ ডিজাইনার ডেবি কালো ও লাল ডায়মন্ড দিয়ে বিশ্বের সবচেয়ে দামি পোশাক বানিয়েছিলেন। এটির মূল্য ছিল ১১.৫ মিলিয়ন ডলার। গত বছর তিনি বিশ্বের সবচেয়ে দামি জুতা বানান যার দাম ছিল ১০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড।

সূত্র : ৮ কোটি টাকায় মানুষ আকৃতির কেক!  [যুগান্তর, ১০ ফেব্রুয়ারি ২০১৮]

Similar Posts

error: Content is protected !!