সংবাদদাতা ।।
উপজেলার সদর ইউনিয়নের মোহরকোনা গ্রামের শুক্কুর মামুদের ছেলে হাফিজ উদ্দিনের গো-খাদ্য (খড়) লুুট করে বাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে টিটু ও কামরুল তার আত্মীয়-স্বজন নিয়ে সম্প্রতি হাফিজউদ্দিনের শতাধিক মণ গো-খাদ্য (খড়) জোরপূর্বক লুট করে নিয়ে যায় এবং গো-খাদ্যের জায়গা দখল করে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, হাফিজউদ্দিনের লুট করা গো-খাদ্য টিটু ও কামরুলের বাড়িতে লাস (স্তূপ) দিয়ে রাখা হয়েছে। এ সময় টিটু ও কামরুলকে বাড়িতে পাওয়া যায়নি। ভুক্তভোগী হাফিজউদ্দিন এই প্রতিনিধিকে জানান, আমি নিরীহ মানুষ, বাপের ঘরে একা আমার ১শ’ মণ খের লুট করে এক শতাংশ বাড়ি দখল করেছে। ভয়ে কিছু করতে পারিনি। গ্রাম্য সালিশ হয়েছে। তার কোনো উপযুক্ত কাগজ প্রমাণ দেখতে পারেনি সালিশ অমান্য করে। আমি প্রাণভয়ে আইনের আশ্রয় নিতে পারি না। এই গ্রামের ফজলু রহমান মাস্টার ও ফজলুর রহমান বেপারী বলেন, হাফিজউদ্দিনের গো-খাদ্য লুট করে বাড়ি দখলের ঘটনা আমরা শুনেছি।